রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০৯:১৬ পূর্বাহ্ন
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দাশড়া ফকিরপাড়া গ্রামে অসুস্থ বড় ভাই খাজামদ্দিনকে (৭৬) দেখতে গিয়ে তাকে গলাকেটে হত্যা করেছে সাদ্দাম হোসেন (৩১)।
হত্যার পর ছুরি হাতে ঘাতক সাদ্দাম হোসেন পালানোর চেষ্টা করলে গ্রামবাসী তাকে আটক করে এবং পরে পুলিশের হাতে তুলে দেয়।
সোমবার রাত ৯টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সাদ্দাম হোসেন স্বীকার করেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সে তার বড়ভাইকে হত্যা করেছে।
এ ঘটনায় খাজামদ্দিনের স্ত্রী সাহেরা বেগম সামান্য আহত হলেও তার কাজের লোক মমতাজ উদ্দীন গুরুতর জখম হন। তাকে রাতেই জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্ষেতলাল থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, সোমবার রাত ৯টার দিকে নিহত খাজামদ্দিনের ছোট ভাই সাদ্দাম হোসেন অসুস্থ বড় ভাই খাজামদ্দিনকে দেখার কথা বলে ক্ষেতলালের মালিপাড়া থেকে একই উপজেলার দাশরা ফকিরপাড়া গ্রামে এসে বড় ভাইয়ের ঘরে ঢোকে। পরে ওই বাড়ির কাজের লোক মমতাজ উদ্দীনের চিৎকারে তার ছেলের বউ বের হয়ে ঘরের মেঝেতে শ্বশুরের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দিয়ে ওঠে।
ওই সময় সাদ্দাম হোসেন ছুরি হাতে পালানোর চেষ্টা করলে গ্রামবাসী তাকে আটক করে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয় তারা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সাদ্দাম হোসেন জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সে তার বড়ভাইকে হত্যা করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে। তবে সুষ্ঠু তদন্তসাপেক্ষে এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
© All rights reserved 2020 ® newspabna.com