বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৩:০৪ পূর্বাহ্ন
কবি বন্দে আলী মিয়া’র ৩৭তম মৃত্যু বার্ষিকী পালন
বিশেষ প্রতিনিধি: কবি বন্দে আলী মিয়া’র ৩৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার (২৭ জুন) আটঘরিয়া উপজেলা সদরে অবস্থিত দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমিরুল ইসলাম রাঙার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ডঃ এম, আবদুল আলীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা প্রেসক্লাবের সদস্য, বিশিষ্ট সাংবাদিক, লেখক ও নাট্যকার এইচ,কে,এম, আবু বকর সিদ্দিক, সাপ্তাহিক দেশ বিবরন এর সম্পাদক আব্দুস সাত্তার মিয়া এবং আটঘরিয়া সাংবাদিক সমিতির সহ সভাপতি মোহাম্মদ ইয়াছিন।
আলোচনা সভায় বক্তব্য দেন, অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুস সামাদ মন্ডল, মোঃ শাহজামাল হোসেন, আবুল কালাম আজাদ, মোঃ ইয়াছিন আলী, শামীমা বিশ্বাস, নাজমুল হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কবির বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন, অত্র বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা রজব আলী।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহতাব উদ্দিন।
© All rights reserved 2020 ® newspabna.com