মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০২:১৪ অপরাহ্ন
সংযুক্ত আরব আমিরাতে ৪ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমানটি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, নিরাপত্তা উপদেষ্টাসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা।
দুবাই এয়ার শো’তে অংশ নিতে দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে গত শনিবার দেশটিতে সফরে যান প্রধানমন্ত্রী। পরদিন রোববার বিশ্বের অন্যমত বৃহত্তম ও সফল এয়ার শো এবং মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার বৃহত্তম এয়ারোস্পেস ইভেন্ট দুবাই এয়ার শো’র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সরকার প্রধান শেখ হাসিনা।
© All rights reserved 2020 ® newspabna.com