রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০৯:১৫ অপরাহ্ন
সংসদে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ
নিউজ ডেস্ক : সারাদেশে ৬ হাজার ৬৮ দশমিক ৪৬৯৩ একর সম্পত্তি পরিত্যক্ত অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।
বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের রিফাত আমিনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রীর দেয়া তথ্যানুযায়ী, বর্তমানে দেশে মোট পরিত্যক্ত সম্পত্তির পরিমাণ ৬ হাজার ৬৮ দশমিক ৪৬৯৩ একর। এর মধ্যে ভূমি মন্ত্রণালয়ে ৫ হাজার ৪৬৫ দশমিক ৩৮০৮ একর, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে ৪৯৩ দশমিক ৩৩৫৪ একর, বাণিজ্য মন্ত্রণালয়ে ৯৩ দশমিক ৮৬০০ একর, শিল্প মন্ত্রণালয়ে ২ দশমিক ৯৪৩২ একর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ১ দশমিক ৫৫৩৫ একর, তথ্য মন্ত্রণালয়ে দশমিক ২৪২০ একর, ধর্ম মন্ত্রণালয়ে দশমিক ২৫০০ একর, রেলওয়ে মন্ত্রণালয়ে ৮ দশমিক ৯০৪৪ একর এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে ২ একর সম্পত্তি পরিত্যক্ত রয়েছে।
পরিত্যক্ত এসব সম্পত্তি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর ব্যবস্থাপনাধীনে সরকারের দখল ও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ভূমিমন্ত্রী।
© All rights reserved 2020 ® newspabna.com