রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০৩:২১ পূর্বাহ্ন
দেড় মণ গাঁজার মামলায় নেত্রী আবার গ্রেপ্তার
আটঘরিয়া প্রতিনিধি : পাবনার আটঘরিয়া পৌরসভার মহিলা কাউন্সিলর ও পৌর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সিমা খাতুন ওরফে বিন্দু মাসিকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
লালমনিরহাট থানার মাদক মামলায় আজ রোববার (২৮ আগস্ট) বিকেলে আটঘরিয়ার দেবোত্তর গ্রামের নিজ বাড়ি থেকে সিমা খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ।
আটঘরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মীর রায়হান সিদ্দিকী জানান, লালমনিরহাট থানায় দায়ের করা মামলায় এক মণ ২৮ কেজি গাঁজাসহ মাস খানেক আগে গ্রেপ্তার হন সিমা। এই মামলায় জামিনের পর দীর্ঘদিন পলাতক থাকায় রোববার আটঘরিয়ার দেবোত্তর থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ আরো জানায়, পাবনা, রংপুর, লালমনিরহাট জেলায় সিমার নামে পাঁচটি মাদক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গাঁজা, ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য পাইকারি ও খুচরা বিক্রি আসছেন। বিভিন্ন সময় তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হলেও আদালতের মাধ্যমে জামিন নিয়ে আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।
এলাকাবাসীর অভিযোগ, সিমা দীর্ঘদিন মাদক ব্যবসা করে কোটি টাকার মালিক হয়েছেন। ওই টাকার বিনিময়ে তিনি মহিলা আওয়ামী লীগের পদ পান এবং পৌরসভার মহিলা কাউন্সিলর নির্বাচিত হন।
© All rights reserved 2020 ® newspabna.com