বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ০৪:২৮ অপরাহ্ন
আমার বাড়ি পাবনা সদর থানা দোগাছি ইউনিয়ন আমাদের এখানে আজ ১০ দিন বিদ্যুত্ নাই বিদ্যুতের ট্রান্সফরমার নষ্ট হয়েছে।
এখানকার একজন লোক বিদ্যুতের অফিসে কাজ করে তার নাম রানা। সে গ্রামের সহজ সরল লোকদের কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়ে এখন হয়রানি করছে।
এই লোক (রানা) অনেক খারাপ, এর আগে দুর্নীতির দায়ে অনেক টাকা জরিমানা দিয়েছে, আমার কথা বিশ্বাস না হলে আপনি কুলোনিয়া বাবুর বাগানের ওখানে একটু খোঁজ নিয়ে দেখেন। আমি আপনাদের সাহায্য কামনা করছি। (লেখক : নাম প্রকাশে অনিচ্ছুক)
(পাঠকের কলামে পাঠকের নিজস্ব মতামত তুলে ধরা হয়। যা নিউজ পাবনা ডটকম পত্রিকার সম্পাদকীয় নীতির সাথে নাও মিলতে পারে।)
© All rights reserved 2020 ® newspabna.com