মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৪:১৮ পূর্বাহ্ন
বার্তা সংস্থা পিপ, পাবনা : লকডাউনের দ্বিতীয় দিনে পাবনায় কোন প্রভাব পরেনি। স্বাভাবিক চলাচল করছে লোকাল রুটের সকল গণপরিবহন।
দোকান পাটসহ শহরের বড় বড় শপিং মল বন্ধ থাকলেও ছোট ছোট দোকান এবং অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখেছেন ব্যবসায়ীরা।
শহর জুড়ে ছিল আগের মতই যানজট। শহর এবং বাজার গুলোতে সাধারন মানুষের উপচেপড়া ভীড় ছিল লকডাউনের ২য় দিনে।
পাবনার জেলা প্রশাসক কবীর মাহামুদ বলেন, সরকার করোনা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষনা করেছেন।
আমরা প্রথম প্রথম পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সবাইকে অনুরোধ করছি সতর্ক করছি। বিগত দিনের করোনা পরিস্থিতি আমরা খুব ভালো ভাবে মোকাবেলা করেছি। বর্তমান সরকারের সময় কেউ না খেয়ে থ্কাবে না। বসবার জন্য খাদ্য সামগ্রীর ব্যবস্থা করা হবে।
আগামীকাল থেকে আইন প্রয়োগ করা হবে।
করোনা পরিস্থিতি নিয়ে কথা বলেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খান। তিনি বলেন, আমাদের কাছে খবর আছে সরকারের দেয়া আইন অমান্য করে অনেকেই গণপরিবহন চালু করেছে।
অনেকেই গোপনে ব্যবসা প্রতিষ্ঠান খুলে রেখেছেন। আমরা আজ আবারো সকল সেক্টরের প্রতিনিধিদের সাথে কথা বলবো। আগামী কাল থেকে আইন প্রয়োগ করা হবে বলে জানান তিনি।
© All rights reserved 2021 ® newspabna.com