মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০১:৪১ অপরাহ্ন
দীপঙ্কর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’ মুক্তির লিস্টে আরও ১৫টি সিনেমা হল যুক্ত হয়েছে। দ্বিতীয় সপ্তাহে ছবিটি দেশের ১২৭টি হলে চলবে।
পরিবেশনা সংস্থা দি অভি কথাচিত্র এ তথ্য জানিয়েছে।
‘ঢাকা অ্যাটাক’র পরিবেশক জাহিদ হাসান অভি বলেন, ‘মুক্তির পর অভিনব সাড়া পাওয়া গেছে। এ কারণে প্রথম সপ্তাহের ১২২টির মধ্যে ১১২টি হলে দ্বিতীয় সপ্তাহেও ঢাকা অ্যাটাক চলবে। এর সঙ্গে নতুন যুক্ত হচ্ছে আরও ১৫টি সিনেমা হল।’
এগুলো হলো- আলোরূপা (লালমনিরহাট), উত্তরা (পার্বতীপুর), শিল্পীমিলন (মধ্যনগর), শান্তনা (হাজিরহাট), বিজিবি (কক্সবাজার), মনিহার (মাধবপুর), বুলবুল (চিতলমারী), মিলন (মাদারীপুর), গ্যারিসন (দয়ারামপুর), পৃত্তি (আগলাবাজার), আলতা (সরিষাবাড়ী), অবসর (বিরামপুর), পড়শী (লাকসাম), আলোরছায়া (শরিয়তপুর) ও কাজলী (মতলব)।
বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন-থ্রিলার ‘ঢাকা অ্যাটাক’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহিয়া মাহি, এবিএম সুমন, নওশাবা, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।
ছবির কাহিনী লিখেছেন পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার। প্রযোজনা করেছে বাংলাদেশ পুলিশ কল্যাণ পরিবার লিমিটেড, ফ্ল্যাশ মাল্টিমিডিয়া ও থ্রি হুইলারস লিমিটেড।
© All rights reserved 2020 ® newspabna.com