সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ০১:১৩ অপরাহ্ন
রাজধানীর ধানমন্ডিতে বাড়ির মালিক ও তার গৃহকর্মীকে গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার (০১ নভেম্বর) সন্ধ্যায় ধানমন্ডির ২৮ নম্বর রোডের ২১ নম্বর বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানিয়েছেন, সন্ধ্যা পৌনে ৭টার দিকে ধানমন্ডির ২৮ নম্বর রোডের ২১ নম্বর বাড়ির পঞ্চম তলা থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়েছে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ জানান, খবর পেয়ে ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ধারালো ছুরি দিয়ে গলা কেটে তাদেরকে হত্যা করা হয়েছে। আজ বিকেলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
তিনি আরো বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে। হত্যাকাণ্ডের কারণ প্রসঙ্গে এখনই বিস্তারিত বলা সম্ভব না। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে।
© All rights reserved 2020 ® newspabna.com