বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ০৫:৪২ পূর্বাহ্ন
পাবনা প্রতিনিধি : সরকার ২০১৯-২০ অর্থবছরে ২৮৩টি এইচএসসি বিএম শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছে। বুধবার (২৩ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে এমপিওভুক্তির তালিকা ঘোষণা করেন।
এ তালিকায় পাবনার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম অর্ন্তভুক্ত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর এ ঘোষণার পর থেকে এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা সরকারি বেতন-ভাতার অংশ প্রাপ্য হবেন।
নতুন এমপিওভুক্তি পাবনার ৯টি শিক্ষা প্রতিষ্ঠান হলো- পাবনার বেড়া উপজেলার নাকালিয়া মঞ্জুর কাদের কলেজ, চাটমোহর উপজেলার এমএ মাহমুদ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, এমএ আউয়াল ছাইকোলা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট, পার্শ্বডাঙ্গা ইউনিয়ন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, ফরিদপুর উপজেলার পৌর মহিলা কলেজ,
ঈশ্বরদী উপজেলার গোপালপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, ঈশ্বরদী কম্পিউটার এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ও বেড়া উপজেলার মাশুন্দিয়া ভবানিপুর কেজিবি মহাবিদ্যালয়।
© All rights reserved 2020 ® newspabna.com