রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০৩:৩১ পূর্বাহ্ন
নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের বরণ
শহর প্রতিনিধি : সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাবনা সদর থানার নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে পাবনা জেলা আওয়ামীলীগ। শনিবার (১১ জুন) বিকেল সাড়ে ৪টার সময় নবনির্বাচিত চেয়ারম্যানদের বরণ করে নেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউর রহিম লাল।
আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ বাবু, শ্রী চন্দন কুমার চক্রবর্তী, মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিজয় ভূষন রায়, মনির উদ্দিন মান্না, দপ্তর সম্পাদক এ্যাড. আহাদ বাবু, প্রচার সম্পাদক কামিল হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান, শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আজিজুর রহমান টিংকু, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল বারী বাকি, পৌর আওয়ামী লীগ সভাপতি এ্যাড. তসলিম হাসান সুমন, সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংবর্ধিত চেয়ারম্যানরা হলেন ভাঁড়ারা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সাইদ খান, হেমায়েতপুর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মালিথা, দোগাছী ইউপি চেয়ারম্যান আলী হাসান, চরতারাপুর ইউপি চেয়ারম্যান রবিউল হক টুটুল, সাদুল্লাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মুন্সি, আতাইকুলা ইউপি চেয়ারম্যান খ.ম. আতিয়ার হোসেন, গয়েশপুর ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন মোতাই, মালঞ্চী ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম ও দাপুনিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ ঠান্টু।
© All rights reserved 2020 ® newspabna.com