রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০৩:৩৭ পূর্বাহ্ন
বেড়া প্রতিনিধি : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাবনা-১ আসনের (সাথিয়া-বেড়া) সাবেক সংসদ সদস্য, জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিলের রায় আপিল বিভাগে বহাল থাকায় পাবনার বেড়ায় ছাত্রলীগ-যুবলীগ আনন্দ মিছিল করেছে।
রায় ঘোষনার পর পরই উপজেলা ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে। মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে মিষ্টি বিতরণ করা হয়।
বেড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মজনু বলেন, এ রায়ে জাতি কলঙ্কমুক্ত হয়েছে। তিনি সরকারের কাছে এ রায় দ্রুত কার্যকর করার দাবি জানান।
© All rights reserved 2020 ® newspabna.com