সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ০৮:১৫ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেল ইতালি। নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারালো আজ্জুরিরা।
ঘরের মাঠ ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে শুরু থেকেই ছন্দহীন ফুটবল খেলতে থাকে ডাচরা। মনে হচ্ছিলো, জাতীয় দল ছেড়ে বার্সেলোনার কোচের দায়িত্ব নেয়া রোনাল্ড কোম্যানের সঙ্গে নিজেদের সৌভাগ্যটাকেও হারিয়ে ফেলেছে তারা!
উল্টো দিকে প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে দুর্দান্ত খেলতে থাকে ইতালি। মাঝমাঠের দখল নিয়ে, আক্রমণের পসরা সাজায় রবার্তো মানচিনি বাহিনী। ইমোবিল-বারেল্লাকে থামাতে হিমশিম খেতে থাকে ভ্যান ডাইক-উইনালদামরা।
ইতালিয়ানদের একের পর এক আক্রমণে তটস্থ হয়ে পড়ে কমলাদের গড়া রক্ষণদুর্গ। অবশেষে প্রথমার্ধ্বের যোগ করা সময়ে গোলের দেখা পায় ইতালি। উড়ন্ত হেডে স্কোরশিটে নাম লেখান বারেল্লা।
বিরতি থেকে ফিরে গোল শোধের আপ্রাণ চেষ্টা চালায় নেদারল্যান্ডস। কিন্তু ইতালিয়ান ডিফেন্স ভাঙতে পারেনি তারা। অন্যদিকে প্রথমার্ধ্বের সেই গোলে, নূন্যতম ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি।
© All rights reserved 2020 ® newspabna.com