শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ১১:৩৭ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি পদত্যাগ করেছেন। সংবাদমাধ্যম শুক্রবার (২১ আগস্ট) ইএসপিএন ক্রিকইনফোকে ম্যাকেঞ্জি জানান, সিদ্ধান্ত জানিয়ে ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠি দিয়েছেন তিনি।
সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার বলেন, ‘হ্যাঁ, আমি পদত্যাগ করেছি। একমাত্র কারণ পরিবার থেকে দূরে থাকা। টাইগারদের অংশ হতে পারাটা ছিল আমার জন্য দারুণ ব্যাপার। বাংলাদেশ ক্রিকেট ও সেসব ক্রিকেটারের সঙ্গে কাজ করেছি তাদের জন্য আমার হৃদয়ে সবসময় একটা ভালোবাসার জায়গা থাকবে।’
এর আগে নিল ম্যাকেঞ্জি আসন্ন শ্রীলংকা সফরে বাংলাদেশ ক্রিকেট দলের সাথে যেতে চান না বলে জানিয়েছেন আকরাম খান।
যদিও, সীমিত ওভারের ক্রিকেটের জন্য বাংলাদেশ দলের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন ম্যাকেঞ্জি। কিন্তু শ্রীলংকা সফরের জন্য ম্যাকেঞ্জি কেন যেতে চাচ্ছেন না তা পরিস্কার নয় বলে জানালেন বিসিবি কর্মকর্তা আকরাম খান। তিনি বলেন, ‘কেন শ্রীলংকা সফরে যেতে চান না ম্যাকেঞ্জি, তা এখনো পরিস্কার নয়।’
তিনি বলেন, ‘ম্যাকেঞ্জির সাথে এখনও পরিষ্কার কথা হয়নি। তিনি কি শুধু এই সফরেই যেতে চাইছে না, নাকি আগামীতেও টিম বাংলাদেশের ব্যাটিং কোচ পদে আর থাকতে ইচ্ছুক নন, তা আগে জানা দরকার। আমরা এখনও ম্যাকেঞ্জির কাছ থেকে সেই খবরটি পাইনি। আরও কথাবার্তা রয়েছে।’
আকরাম খান বলেন, ম্যাকেঞ্জির সমস্যার কথা জানার পরই বিসিবি চূড়ান্ত নিবে। তবে এখন শ্রীলংকা সফরে ম্যাকেঞ্জি যেতে রাজি না হওয়ায় ইতোমধ্যে বিকল্প হিসেবে দুই-তিনজন কোচের সাথে আলোচনা করেছে বিসিবি।
আকরাম বলেন, ‘আমাদের হাতে আরও বিকল্প আছে। ম্যাকেঞ্জি না গেলে তার বদলে দুই-তিনজনের আলোচনা করে আমরা বাছাই করবো। সেটা এখনও চূড়ান্ত নয়। তবে ক্রেইগ ম্যাকমিলান ঐ তালিকায় আছেন। কাজেই তার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেয়া যায় না।
© All rights reserved 2020 ® newspabna.com