রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০৯:০৪ পূর্বাহ্ন
পদ্মার চর থেকে মাটিতে পুতে রাখা যুবকের লাশ উদ্ধার
লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার দক্ষিন লালপুর পদ্মার চর এলাকায় একটি মটর ক্ষেত থেকে রোববার (২৫ ডিসেম্বর) সকালে জালাল উদ্দিন (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সে উত্তর লালপুর গ্রামের মৃত সাহেব আলীর পুত্র ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জালাল পাবনা এ্ডওয়ার্ড কলেজ থেকে হিসাব বিজ্ঞান বিষয়ে মাস্টার্স শেষ করে লালপুর বাজারে একটি দোকান দিয়ে পান বিক্রির পাশাপাশি কলেজ-ছাত্রদের হিসাব বিজ্ঞান বিষয়ে প্রাইভেট পড়াতো।
গত শনিবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা উপজেলার দক্ষিন লালপুর এলাকার পদ্মার চরে চিৎ অবস্থায় জালালের মাথা গলা পর্যন্ত মাটিতে পুতে রাখে । সকালে স্থানীয় লোকজন জালালের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণ করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ বলেন, এখন পর্যন্ত নৃশংস এই ঘটনার কারণ ও ঘটনার সাথে জড়িত কারো সন্ধান পাওয়া যায়নি। তবে আমাদের চেষ্টা অব্যাহত আছে এবং মামলার প্রস্ততি চলছে।
© All rights reserved 2020 ® newspabna.com