বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ০২:৪৮ অপরাহ্ন
পদ্মায় নৌকাডুবিতে একজন নিহত
ঈশ্বরদী প্রতিনিধি: ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের নবীনগরে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত তরিকুল ইসলাম (৪৫) সাহাপুরের আশরাফ আলীর ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার (২০ জুলাই) সকালে চরে মুলা তুলতে ৭জন দিনমজুর একটি নৌকায় রওনা হন। ফেরার পথে পদ্মার স্রােতে মাঝিসহ ৮ জন দিনমজুর নিয়ে নৌকাটি ডুবে গেলে ৭ জন তীরে উঠতে পারলেও তরিকুল ইসলাম নিখোঁজ হন। খোঁজাখুজির পর স্থানীয় জেলেরা দুপুরে তার মরদেহ উদ্ধার করে।
© All rights reserved 2020 ® newspabna.com