মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০২:১৫ অপরাহ্ন
নাটোরের সিংড়ায় আব্দুস সাত্তার (৮০) নামে এক বৃদ্ধ বাবাকে লাঠির আঘাতে খুনের অভিযোগ উঠেছে মীরা খাতুন (৩০) নারীর বিরুদ্ধে।
সোমবার দুপুরে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আচলকোট গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আব্দুস সাত্তার সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। পুলিশ নিহতের মেয়ে মীরাকে আটক করেছে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সোমবার দুপুর ১টার দিকে বাবা আব্দুস সাত্তারের সঙ্গে মেয়ে মীরা খাতুনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মীরা গাছের ডাল দিয়ে ঘাড়ে সজোরে আঘাত করলে আব্দুস সাত্তার মাটিতে লুটিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মুত্যু হয়।
স্থানীয়রা জানায়, মীরা তালাকপ্রাপ্ত হওয়ার পর থেকে বাবার বাড়িতে থাকতেন। ইতোমধ্যে তিনি স্থানীয় এক ব্যক্তির সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে বাবার সঙ্গে বিরোধ চলছিলো।
হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল আলম জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। পারিবারিক বিরোধে এ ঘটনা ঘটেছে।
সিংড়া থানার ওসি নুরে আলম জানান, ঘটনাস্থল থেকে পুলিশ মীরাকে আটক করেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
© All rights reserved 2020 ® newspabna.com