সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ০৯:২৬ পূর্বাহ্ন
পাকশীতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৩
ঈশ্বরদী প্রতিনিধি: ঈশ্বরদী শহর সংলগ্ন পাকশীতে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৬ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন; মিরাজ হাসান, সাকিল হোসেন ও শাহিন। আহতদের প্রথমে ঈশ্বরদী হাসপাতালে ও পরে ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
একাধিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর থেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সদরুল হক পিন্টু ও সাধারণ সম্পাদক মিরাজ হাসান গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে বুধবার সন্ধ্যায় মিরাজ গ্রুপের সাকিল হোসেনকে পিন্টু গ্রুপের কর্মীরা মারধর করে। এরপর তাকে উদ্ধার করতে গিয়ে উভয় গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
পরে রাত ৮টার দিকে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রমজান আলী ঘটনা সম্পর্কে জানান, দোষীদের বিরুদ্ধে পুলিশি অভিযান পরিচালনা করা হচ্ছে। তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
© All rights reserved 2020 ® newspabna.com