রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৪:০৪ অপরাহ্ন
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের ঐতিহ্যবাহী ফুরফরা শরীফের কায়েম মোকাম বার্ষিক ওয়াজ মাহফিল ও ইসালে সাওয়াবের সমাপনী হবে ১৯ ফেব্রুয়ারি শুক্রবার বাদ জুম্মা।
৯১তম এ মাহফিলে বাংলাদেশ ও ভারতের আমন্ত্রিত ওলামায়ে কেরামের বয়ানের পর শুক্রবার বাদ জুম্মা আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
২০ ফেব্রুয়ারি ফজর নামাজ শেষে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের কার্যক্রম শেষ হওয়ার কথা থাকলেও। তা কমিয়ে শুক্রবার বাদ জুম্মা করা হয়েছে।
পাকশীর মাহফিলের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, এই মাহফিলে বিশ্বের বিভিন্ন দেশ ও বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লাখো ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ১৯৫২ সালে পাকশীতে ফুরফুরার এ মারকাজ প্রতিষ্ঠা করেন শায়খুল ইসলাম আল্লামা আবদুল হাই সিদ্দিকী (রহ:)। পরবর্তীতে মারকাজের হাল ধরেন ফুরফুরার পীর মাওলানা আবুল আনসার মোহাম্মদ আবদুল কাহহার সিদ্দিকী (রহ:)। সে ধারাবাহিকতা আজও বিদ্যমান রয়েছে।
© All rights reserved 2021 ® newspabna.com