বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০২:১৪ পূর্বাহ্ন
শহর প্রতিনিধি : পাবনার অন্যতম ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান আজিজিয়া নূরানি ইন্টারন্যাশনাল স্কুল ও জামেয়া আজিজিয়ার উদ্যোগে আজ সোমবার প্রতিষ্ঠান প্রাঙ্গণে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ জাকারিয়া।
এর আগে পবিত্র কোরআন তেলওয়াত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক এ বি এম ফজলুর রহমান।
বিশিষ্ট রাজনীতিক ও স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য আলহাজ মোহাম্মদ হোসাইন, স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ আবুল কালাম আজাদ, হাফেজ এনামুল হক, আমিরুল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষক সুলতান আহমদসহ পাবনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
© All rights reserved 2020 ® newspabna.com