বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ০৮:২৪ অপরাহ্ন
শহর প্রতিনিধি, পাবনা : ‘পাবনার ইতিহাস, মুক্তিযুদ্ধ ও অন্যান্য প্রসঙ্গ’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ ডিসেম্বর) সকালে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে ওই গ্রন্থের মোড়ক উন্মোচন করেন একুশে পদকপ্রাপ্ত ভাষা সংগ্রামী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট রণেশ মৈত্র।
এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল মতিন খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রন্থের লেখক বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রাঙা।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ড. হাবিবুল্লাহ ও ড. আব্দুল আলীম, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোকবুল হোসেন সন্টু, মুক্তিযোদ্ধা ইসমত, লেখক ড. ইসমাইল, নাট্য ব্যক্তিত্ব আব্দুল হান্নানসহ স্থানীয় মুক্তিযোদ্ধা কবি সাহিত্যিকরা।
বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রাঙা জেলার আটঘরিয়া উপজেলার বেরুয়ান গ্রামে ১৯৫৩ সালে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত অ্যাডভোকেট সাদত আলী আর মা রাবেয়া বেগম।
১৯৬৯ সালে গণ আন্দোলনের স্কুলছাত্র সংগ্রাম পরিষদের পাবনা জেলার যুগ্ম আহ্বায়ক। ১৯৬৭ সালে ভূট্টা আন্দোলন, ১৯৭০ সালে পাকিস্তান দেশ ও কৃষ্টি বই বাতিল আন্দোলন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সম্মুখ যোদ্ধা ছিলেন তিনি।
© All rights reserved 2020 ® newspabna.com