মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০৭:৫৯ পূর্বাহ্ন
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার একমাত্র পৌর মহিলা কলেজ এমপিওভুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধ ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বুধবার (৩০ অক্টোবর) সকালে পৌর মহিলা কলেজ চত্বর থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা চত্বরে এসে মিলিত হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচী পালন করে শিক্ষা ও শিক্ষার্থীরা।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ফরিদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন, পৌর মেয়র কামরুজামান মাজেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন পারভীন মুক্তি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাফিস খন্দকারসহ অনেকে।
মানববন্ধন শেষে পৌর মহিলা কলেজ এমপিওভুক্তির দাবীতে উপজেলা নিবার্হী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
© All rights reserved 2020 ® newspabna.com