শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ০১:৫০ পূর্বাহ্ন
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি : আজ সোমবার (০৩ আগস্ট) পাবনার ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় এক মহিলা নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধুলাউড়ি থেকে শাহজাদপুরের উদ্দেশ্যে নছিমন গাড়িতে করে (স্যালো ইঞ্জিন চালিত) একই পরিবারের ১৩ জন সদস্য মাজার জিয়ারত এ যাচ্ছিলেন ।
বেলা ১১ টার দিকে ডেমরা বাস স্ট্যান্ডের কাছে বিপরীত দিক থেকে আসা করিমনের সাথে নছিমনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে নছিমনে থাকা সাঁথিয়া উপজেলার নাড়িয়া গদাই গ্রামের মৃত হাবিবুর শেখ এর কন্যা সালেহা খাতুন (৩৭) ছিটকে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
পুলিশ ঘটনাস্থল থেকে করিমনের চালক ফরিদপুর উপজেলা মঙ্গলগ্রাম গ্রামের জব্বার ফকিরের ছেলে মজনু ফকিরকে গ্রেপ্তার করেছে।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
© All rights reserved 2020 ® newspabna.com