শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০৫:৪৭ অপরাহ্ন
পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালো বলেছেন- আমরা যারা পাবনায় বিভিন্ন অফিসে কর্মরত এবং দ্বায়িত্বশীল স্থানে আছি তাদের অন্যতম দ্বায়িত্ব হলো জেলার আইনশৃঙ্খলা, যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, নিরাপদ খাদ্যসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন করা। এসব ক্ষেত্রে উন্নয়ন হলেই পাবনার মানুষের উন্নয়ন হবে। পাবনার উন্নয়ন মানে দেশের উন্নয়ন। পাবনার মানুষের উন্নয়নের প্রত্যয়ে আমাদের নিরলস কাজ করে যেতে হবে। পাবনার উন্নয়নের জন্য প্রয়োজন যার যে দ্বায়িত্ব সেটা সঠিকভাবে পালন করা। পাবনার উন্নয়নে দ্বায়িত্বশীলদের সঠিকভাবে দ্বায়িত্ব পালন করাতে হবে।
সোমবার সকালে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু , পাবনা ২৫০ শয্যা হাসপাতালের এডি ডা. মঞ্জুরা, অতিরিক্ত জেলা প্রসাশক মুন্সী মো: মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রসাশক মুহা.আব্দুর রফিক, গণ পুর্ত বিভাগের উপ বিভাগীয় নিবার্হী প্রকৌশলী আহমেদ সাজ্জাদ খান, জেলা তথ্য কর্মকর্তা মঞ্জুরী ইলাহী, ভোক্তা অধিকারের এডি মো: হাসানুজ্জামান, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা রায়হানা ইসলাম, সুজানগর উপজেলা নিবার্হী কর্মকতা মো. সাখাওয়াৎ হোসেন, আটঘোরিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: আলিমুর রেজা, এনডিসি মো. সোলেমান আলী, বাসস ও ভোরের কাগজ প্রতিনিধি অধ্যাপক রফিকুল ইসলাম সুইট, বেতার প্রতিনিধি সুশীল তরফদার, পাসপোর্ট অফিসের এডি একেএম মোতাহার হোসেন ।
© All rights reserved 2020 ® newspabna.com