মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১, ০১:০২ অপরাহ্ন
পাবনা প্রতিনিধি : পাবনার মেয়ে উপমহাদেশের বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেনের সপ্তম প্রয়াণ দিবস আজ রোববার (১৭ জানুয়ারি)।
এ উপলক্ষে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ পাবনা প্রেস ক্লাবে এবং টাউন গার্লস হাইস্কুলে (মহাকালী পাঠশালা) স্মরণসভার আয়োজন করেছে।
রাজশাহীতে ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জীব ভাটি অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৩১ সালের ৬ এপ্রিল পাবনা জেলায় জন্ম নেন এই দীপ্তিময় প্রতিভা। পাবনা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনের একতলা পাকা পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের শৈশব ও কৈশোর কেটেছে।
তার বাবা করুণাময় দাশগুপ্ত পাবনা মিউনিসিপ্যালিটির স্যানিটারি ইন্সপেক্টর পদে চাকরি করতেন।
শহরের মহাকালী পাঠশালায় পড়ালেখা শেষ করে সুচিত্রা সেন পাবনা বালিকা বিদ্যালয়ে নবম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন।
১৯৪৭ সালে দেশ ভাগের ক’মাস আগে বাবা করুণাময় দাশগুপ্ত সপরিবারে ভারতে পাড়ি জমান।
১৯৫৩ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত সুচিত্রা সেন বাংলা ও হিন্দি মিলিয়ে মোট ৬৩টি ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন।
উত্তম কুমারের সঙ্গে জুটি হয়ে উপমহাদেশে ব্যাপক আলোড়ন তোলেন। ১৯৭৮ সালে উত্তম কুমার মারা গেলে অভিনয় বন্ধ করে দেন।
২০১৪ সালের ১৭ জানুয়ারি কলকাতার বেলভিউ হাসপাতালে তিনি মারা যান।
© All rights reserved 2021 ® newspabna.com