পাবনার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী মাহজেবিন শিরিন পিয়া

মাহজেবিন শিরিন পিয়া
ঈশ্বরদী প্রতিনিধি: পাবনা জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী নির্বাচিত হয়েছেন ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া। সোমবার (২২ আগস্ট) সকালে ঈশ্বরদী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে এই ঘোষণা দেওয়া হয়।
ঈশ্বরদী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কানিজ ফাতেমা জানান, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬-এর শ্রেষ্ঠ সমাজসেবা ও বিদ্যোৎসাহী ও ক্যাটাগরিতে তিনি প্রথমে ঈশ্বরদী উপজেলায় শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী নির্বাচিত হন। পরে জেলা পর্যায়ে ৭টি উপজেলার মধ্যে তিনিই শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী নির্বাচিত হয়েছেন। গত ২০১৫ সালেও পিয়া শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী নির্বাচিত হয়েছিলেন।
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের মেয়ে মাহজেবিন শিরিন পিয়া পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক এবং ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। নারী আন্দোলনের নেত্রী পিয়া সামাজিক ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদক ও পুরুস্কারে ভূষিত হয়েছেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে পিয়া একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি সম্প্রতি এলএলবি ডিগ্রিও অর্জন করেছেন।