সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ০৯:৫১ অপরাহ্ন
অধ্যক্ষ প্রফেসর নুরুন্নবীর স্মরণসভা অনুষ্ঠিত
শহর প্রতিনিধি: প্রফেসর নুরুন্নবী তার কর্মের মধ্যে দিয়ে মানুষের মধ্যে চিরদিন বেঁচে থাকবেন। তিনি ছিলেন একজন নিরহঙ্কার এবং প্রকৃত অর্থেই মানবদরদী ভাল মানুষ। তিনি সব সময় মানুষের কল্যাণে দেশের শিক্ষা বিস্তারে কাজ করেছেন।
বৃহস্পতিবার (৪ আগষ্ট) রাতে শিবানী নাগ স্মৃতি কেন্দ্রের উদ্যোগে এক স্মরণ সভায় বক্তারা এ সব কথা বলেন।
সরকারি শহীদ বুলবুল কলেজের সাবেক অধ্যক্ষ ও পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মো: কামরুজ্জামান, প্রবীন সাংবাদিক এম আনোয়রুল হক, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি রেজাউল রহিম লাল, প্রফেসর নুরুন্নবীর পুত্র মাহমুদ উন নবী কল্লোল।
প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি কামাল আহমেদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রফেসর শাহনেওয়াজ সালাম, প্রফেসর বজলুর রহমান, কৃষিবিদ জাফর সাদেক, সরকারি শহীদ বুলবুল কলেজের অধ্যাপক আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিজয় ভুষন রায়,
পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ মহিউদ্দিন, পাবনা প্রেসক্লাবের সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, সহসভাপতি আখতারুজ্জামান আখতার, সাবেক সম্পাদক এবিএম ফজলুর রহমান, সাবেক সম্পাদক আহমেদ উল হক রানা, অ্যাডভোকেট নাজমুল হোসেন শাহীন,
ফরিদুল ইসলাম খোকন, ড. মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট মুশফেকা জাহান কনিকা, পাবনা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ছিফাত রহমান সনম, কল্যান সম্পাদক সরোয়ার মোর্শেদ উল্লাস, মরহুমের বড় জামাতা প্রধানমন্ত্রী কার্যালয়ের উপসচিব মো: সেলিম আখতার,
মেঝ জামাতা ফরিদপুর চেম্বার অব কমার্স সভাপতি ও করিম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া, সাংবাদিক আব্দুল হামিদ খান প্রমুখ। সভায় মরহুমের ছোট ছেলে মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপক রশীদ উন নবী পাপ্পু,
পাবনা জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শিবলী সাদিক, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক উৎপল মির্জা, যুগ্ম সম্পাদক জিকে সাদী, পাবনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিশিষ্ট শিক্ষাবিদগণ, সমাজ সেবক, ডাক্তার, রাজনৈতিক, শিক্ষক,ছাত্রসহ বিভিন্ন শ্রেণী পেশাল মানুষ উপস্থিত ছিলেন। পরে মোনাজাত পরিচালনা করেন প্রফেসর দাইয়ান উদ্দিন খান।
© All rights reserved 2020 ® newspabna.com