মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০৭:২২ পূর্বাহ্ন
বেড়া প্রতিনিধি : পাবনার বেড়ায় ৭ মণ ইলিশ মাছ অ্যাম্বুলেন্সযোগে বহনকালে মোয়াজ্জেম হোসেন নামের এক কলেজ শিক্ষকসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার (০৭ অক্টোবর) বিকেলে বেড়া উপজেলার বাঁধেরহাট নামক স্থান থেকে আমিনপুর থানা পুলিশ তাদের আটক করে।
পুলিশ জানায়, শনিবার দুপুরে তাদের কাছে গোপন সংবাদ আসে যে, স্থানীয় একটি ক্লিনিকের অ্যাম্বুলেন্স ব্যবহার করে অবৈধভাবে ইলিশ বহন করে আনা হচ্ছে।
এ সংবাদ পেয়ে পুলিশ আমিনপুর থানার অদূরে বাধেরহাটে অবস্থান নেয়।
পরে অ্যাম্বুলেন্সটি সেখানে এলে তল্লাশি চালিয়ে সাত মণ ইলিশ উদ্ধার করা হয়।
এসময় সৈয়দপুর স্কুল অ্যান্ড কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মোয়াজ্জেম হোসেনসহ পাঁচ জনকে আটক করা হয়।
অভিনব পদ্ধতিতে ইলিশ কেনার এ সংবাদে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেড এম তাজুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
© All rights reserved 2020 ® newspabna.com