রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০৩:০২ পূর্বাহ্ন
পাবনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন
শহর প্রতিনিধি: র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) পাবনায় উদযাপিত হয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস।
দিবসটি পালন উপলক্ষ্যে সকালে একটি বর্ণাঢ্য র্যালী পাবনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে অংশ নেন বিভিন্ন স্কুল কলেজ এর শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক রেখা রানী বালো, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আকতার হোসেন আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক মাকসুদা বেগম সিদ্দীকা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তাক আহমেদ, উপ-আনুষ্ঠানিক শিক্ষার এডি এমদাদুল হক, ডিইও নাসির উদ্দিন, ডিপিইও আব্দুস সালাম প্রমুখ।
© All rights reserved 2020 ® newspabna.com