বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ০৫:২৯ অপরাহ্ন
পাবনা প্রতিনিধি : পাবনায় বাড়তে শুরু করেছে করোনাভাইরাসে আক্রান্ত রোগী। শনিবার (০৬ জুন) একদিনে সর্বোচ্চ ৫৭ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে বলে জানিয়েছেন পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল।
এর আগে রাজশাহী থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ২৪ ঘন্টায় পাবনায় সর্বোচ্চ ৩১ জনের করোনা পজেটিভের কথা জানিয়েছিলেন তিনি।
তিনি বলেন, শনিবার পাবনার ৩২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৭ জন করোনা পজেটিভ এসেছে। ঢাকা ও রাজশাহীতে তাদের নমুনা পরীক্ষা করা হয়।
ডা. মেহেদী বলেন, ঢাকায় ১৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৬ জনের করোনা পজেটিভ আসে।
এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ১৪৮ নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনা পজেটিভ পাওয়া যায়।
এনিয়ে জেলায় মোট ১২৯ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
রাজশাহীতে শনাক্ত ৩১ জনের মধ্যে ২৬ জন পাবনা সদরে, ৪ জন ঈশ্বরদী ও ১ জন আটঘরিয়ার। ঢাকার পরীক্ষায় শনাক্ত হওয়াদের বিস্তারিত পাওয়া যায়নি।
© All rights reserved 2020 ® newspabna.com