সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ০৪:০১ অপরাহ্ন
বার্তাসংস্থা পিপ : পাবনার সাঁথিয়া উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষে পুলিশসহ পাঁচজন আহত। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে।
আজ শনিবার (০৬ মে) সকালে উপজেলার পুরানচর গ্রামে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সাঁথিয়ার গৌরিগ্রাম ইউনিয়নের পুরানচর গ্রামে আবদুল লতিফ ও মালেক মেম্বার পক্ষের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে গত শুক্রবার ভোর রাতে আবদুল লতিফের বসতঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এরই জের ধরে আজ শনিবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এতে লতিফ পক্ষের ইয়াকুব আলী (৬০), শফিকুল ইসলাম (৪৫), আবু রায়হান (৪০) ও মালেক পক্ষের শিশির (২২) আহত হন।
আহতদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁদের অবস্থার অবনতি হলে তিনজনকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশ উভয় পক্ষের মুন্না (৩০), একরাম (২৭), মঞ্জুরুল (৪০) ও আলামিনকে (২০) আটক করেছে। এ সময় থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোস্তফা আহত হন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ দিলওয়ার হাসান ইনাম জানান, চারজনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত মামলা হয়নি।
© All rights reserved 2020 ® newspabna.com