বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৬:৩৫ অপরাহ্ন
শহর প্রতিনিধি : সরকারী কোষাগার থেকে বেতন ভাতা ও পেনশন প্রদানসহ ৩ দফা দাবিতে পাবনায় দিনব্যাপী অনশন কর্মসূচী পালন করেছেন ইউনিয়ন পরিষদের সচিবরা।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে পাবনা জেলার ৭২টি ইউনিয়ন পরিষদে কর্মরত সচিবরা এ কর্মসূচী পালন করেন।
এদিন সকাল ১০টা থেকে অনশন কর্মসূচি শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে।
অনশন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) পাবনা জেলার সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারন সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, সহ-সভাপতি মিজানুর রহমান, মহিলা সম্পাদিকা স্বপনা খাতুন, সদস্য আরজিনা খাতুন প্রমুখ।
বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদে যারা সচিব হিসাবে কর্মরত আছে তাদের সরকারি সকল সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। এজন্যে দীর্ঘদিন ধরে দাবি আদায়ের লক্ষে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছে ইউপি সচিবরা ।
ইউপি সচিবদের ৩ দফা দাবি, সরকারের প্রতি ১০ গ্রেড স্কেলে কর্মকর্তাদের মর্যাদা প্রদান করতে হবে, শতভাগ বেতন ভাতা সহ সকল সুযোগ সুবিধা সরকারের কোষাগার থেকে প্রদান করতে হবে, আর্থিক নিরাপত্তার লক্ষ্যে পেনশন প্রদান করতে হবে।
দাবি মেনে ইউনিয়ন পরিষদের কাজের সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনার দাবিও জানান বক্তারা।
© All rights reserved 2020 ® newspabna.com