বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ০৩:৩৯ অপরাহ্ন
শহর প্রতিনিধি: বৃহস্পতিবার (১৪ জুলাই) হিন্দু ধর্মের ধর্মাবতার শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
পাবনা জেলা, উপজেলা, পৌর, রাধানগর, বাড়োয়ারী, কালীবাড়ী মন্দির, ইস্কন মন্দির পাবনার আয়োজনে এ উল্টো রথের শোভাযাত্রা বের করা হয়।
উল্টো পথে জগন্নাথ দেবের রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের রথ উৎসব।
রথশোভা যাত্রায় উপস্থিত ছিলেন, পাবনা জেলা পূজা উৎযাপন পরিষদের যুগ্ম সম্পাদক বাদল কুমার ঘোষ। পাবনা সদর উপজেলার পূজা উৎযাপন পরিষদের সভাপতি প্রভাস চন্দ্র ভদ্র, সাধারণ সম্পাদক কোমল দাস, পৌর পূজা উৎযাপন পরিষদের সম্পাদক দিপংকর সরকার জিতু, রাধানগর বাড়োয়ারী কালীবাড়ী মন্দিরের সভাপতি সুনীল সরকার, ইস্কন মন্দিরের সভাপতি গীরাজ মাধবসহ পাবনা জেলার ও সকল উপজেলা ও পৌর মন্দিরের নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শোভা যাত্রায় আরও অংশ গ্রহণ করেন বিভিন্ন শ্রেণী পেশার হিন্দু ধর্মলম্বীদের নারী পুরুষসহ কিশোর ও যুবকরা।
© All rights reserved 2020 ® newspabna.com