বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ০৩:১৪ পূর্বাহ্ন
বেড়া প্রতিনিধিঃ এক মাসেও উদ্ধার হয়নি অপহৃত কলেজ ছাত্রী আরোবি খাতুন (১৬)।
আরোবি পাবনা বেড়া উপজেলার আমিনপুর থানাধীন মাশুন্দিয়া-ভবানীপুর কেজেবি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ও সুজানগর উপজেলার বনখোলা গ্রামের দীন ইসলাম শেখের মেয়ে।
গত ১৪ অক্টোবর সে কলেজে যাবার রাস্তা থেকে অপহরণ হয়।
এ ঘটনায় আরোবির বাবা বাদী হয়ে পার্শ্ববর্তী বাঘুলপুর গ্রামের সজিব সেখ (২০) ও তার বাবা মাছেম সেখসহ ৭ জনকে আসামী করে আমিনপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
মামলার অন্যান্য আসামীরা হচ্ছে- একই গ্রামের মো. হাসেম. মো. কাসেম, মো. কামরুল, মো. সাগর সেখ ও সাইফুল ইসলাম।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, কলেজে আসা-যাওয়ার পথে কলেজ ছাত্রী আরোবিকে প্রায়ই উত্ত্যক্ত করে আসছিল সজিব সেখ।
বিষয়টি আরোবি তার পরিবারকে জানায়। পারিবারিকভাবে বিষয়টি সজিবের পরিবারকে জানানো হলে সজিব ক্ষীপ্ত হয়ে উঠে।
গত ১৪ অক্টোবর সকাল পৌনে ১০ টার দিকে ছাত্রীটি ভ্যানে করে কলেজে যাবার রাস্তায় সৈয়দপুর ব্রীজের উপর থেকে সজিব তার সহযোগিদের নিয়ে আরোবিকে একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়।
অপহৃত ছাত্রীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আরোবি আমিনপুর থানাধীন বৃমালঞ্চি গ্রামে তার নানা মুক্তার আলী বিশ্বাসের বাড়িতে থেকে লেখাপড়া করতো।
এক মাসেও পুলিশ ওই ছাত্রীর সন্ধান পায়নি এবং আসামী কাউকেই গ্রেফতার করতে পারেনি বলে জানা গেছে। ওই ছাত্রীর পাগল প্রায় বাবা-মা প্রশাসনসহ সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরেও কোন সুফল পাচ্ছে না।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অপহৃতাকে উদ্ধার ও আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এর বাইরে তিনি আর কোনও মন্তব্য করতে রাজি হননি।
© All rights reserved 2020 ® newspabna.com