মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ০৫:৩২ পূর্বাহ্ন
বার্তাকক্ষ : পাবনা পৌর নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর-৫ আসনের এমপি গোলাম ফারুক প্রিন্সের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী শরিফ উদ্দিন প্রধান।
সোমবার (১১ জানুয়ারি) রাতে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার বরাবর তিনি এ লিখিত অভিযোগ করেন।
লিখিত অভিযোগে শরিফ উদ্দিন প্রধান বলেন, ঢাকা থেকে ফিরেই গত ১১ জানুয়ারি তারিখে গোলাম ফারুক প্রিন্স এমপি আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আলী মর্তুজা বিশ্বাস সনির পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নিয়েছেন।
এর ফলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে। সংসদ সদস্যের এমন কার্যক্রম নির্বাচনের আচরণবিধির ২ ধারার ১২ উপধারার সরাসরি লঙ্ঘন। এতে পৌরসভার নির্বাচন সুষ্ঠু ও প্রভাবমুক্ত হওয়া নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে সংশয় দেখা দিয়েছে।
স্বতন্ত্র প্রার্থী শরিফ প্রধান বলেন, সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স কেবল প্রচারণায় অংশ গ্রহণই করেননি, তিনি সরাসরি নৌকার প্রার্থীর পক্ষে ভোটও চাইছেন। যা সামাজিক মাধ্যম ছাড়াও দেশের প্রথম সারির গণমাধ্যমে প্রচারিত হয়েছে। আমি চাই নির্বাচন কমিশন প্রভাবমুক্ত হয়ে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।
তবে, পৌরসভা নির্বাচনকেন্দ্রিক দলীয় সভায় অংশগ্রহণের কথা স্বীকার করলেও নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ বা ভোট চাননি বলে দাবি করেছেন গোলাম ফারুক প্রিন্স। তিনি বলেন, দলীয় প্রার্থীর পক্ষে দলীয় সভায় অংশ নেওয়া আমার সাংগঠনিক দায়িত্ব। তবে, ভোট চাওয়ার বিষয়টি সঠিক নয়।
অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে পাবনা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহবুবুর রহমান বলেন, নির্বাচন পক্ষপাতমুক্ত করতে নির্বাচন কমিশন সজাগ রয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
© All rights reserved 2020 ® newspabna.com