শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ১১:১৬ পূর্বাহ্ন
পাবনা প্রতিনিধি: পাবনা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, পাবনা-৫ সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকায় পাবনায় ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (০৪ জানুয়ারি) দুপুরে জেলা আওয়ামীলীগের কার্যলয়ে এই আলোচনা ও কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেতে পুষ্পস্তবক অর্পন এর মধ্যে দিয়ে দিনের কার্যক্রম শুরু করে জেলা ছাত্রলীগ।
কেক কাটা ও আলোচনা সভায় জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফিরোজ আলী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাজুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের নেতা মনির উদ্দিন আহমেদ মান্না, লিয়াকত তালুকদার পৌর আওয়ামীলীগের নেতা কামরুজ্জামান রকি, সেচ্ছাসেবক লীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলু, যুবলীগের নেতা শাকিরুল ইসলাম রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান শেখ, সাধারণ সম্পাদক আরমানসহ ছাত্রলীগের নেতা কর্মী’রা।
আলোচনা শেষে প্রধান অতিথি ছাত্রলীগের নেতা কর্মীদের নিয়ে কেক কেটে অনুষ্ঠান শেষ হয়।
উল্লেখ্য, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয় সংগঠনটি।
তার নেতৃত্বেই ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়।
© All rights reserved 2020 ® newspabna.com