শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ১০:৩৫ অপরাহ্ন
বার্তাকক্ষ : বুধবার (০২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটারগানসহ মোঃ সুরুজ শেখ (৩৮) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।
পাবনা র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে পাবনা জেলার সদর থানার খয়েরসুতি বাজার থেকে অস্ত্রধারী সন্ত্রাসী সুরুজ শেখ কে গ্রেফতার করে।
গ্রেফতার সুরুজ পাবনা সদর থানার খয়েরসুতি (মধ্যপাড়া) গ্রামের মোঃ নুরুল ইসলাম এর ছেলে।
এসময় তার নিকট থেকে ১টি ওয়ান শুটারগান ও ২টি কার্তুজ উদ্ধার করা হয়।
আসামীর বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার।
© All rights reserved 2020 ® newspabna.com