মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০৯:৪৩ অপরাহ্ন
ফাইল ফটো
পাবনা জেলা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাতপরিচয় এক ‘সন্ত্রাসীর’ মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ জুলাই) ভোরে উপজেলার ছলিমপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান র্যাব-১২-এর পাবনা ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলাম।
নিহতের পরিচয় জানাতে পারেনি র্যাব।
র্যাব কর্মকর্তা আকরামুল বলছেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল বক্তারপুর গ্রামে অভিযানে গেলে সন্ত্রাসীরা র্যাবের দিকে গুলি ছোড়ে।
“র্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। পরে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীর মৃতদেহ পাওয়া যায়।”
এ সময় সেখানে একটি পিস্তল ও তিনটি চাপাতিও পাওয়া যায় বলে জানান র্যাব কর্মকর্তা।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নাম প্রকাশ না করে হাসপাতালের কয়েকজন কর্মচারী বলেছেন, নিহতের একটি হাত কাটা রয়েছে।
© All rights reserved 2020 ® newspabna.com