শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০১:৪৫ অপরাহ্ন
ফয়সাল মাহমুদ পল্লব : পাবনায় কনকনে বাতাস ও ঘন কুয়াশার দাপট বৃদ্ধি পাওয়ায় জেঁকে বসেছে শীত। এতে ছন্দপতন ঘটছে স্বাভাবিক জীবনের। হাড়কাঁপানো শীতে গরম বস্ত্রের অভাবে ছিন্নমূল মানুষের কষ্ট বেড়েই চলেছে।
বিশেষ করে যারা বাইরে নৈশ্যপ্রহরী হিসেবে নিয়োজিত তাঁদের অধিকাংশ খড়খুটো দিয়ে আগুন না জ্বালালে রাত কাটাতে পারছেন না।
এছাড়া দিনমজুর যারা কাজের জন্য শহরে এসে অপেক্ষা করেন তাদের অধিকাংশ কাজ না পেয়ে খালি হাতে বাড়ি ফিরছেন। তারা সংসার নিয়ে বিপাকে পড়ছেন। তাদের মধ্যে যারা কাজ পাচ্ছেন তারা শীতের তীব্রতার জন্য সঠিকভাবে কাজ করতে পারছেন না।
সকালে নিম্ন মধ্যবিত্ত যারা কাজের জন্য বাইরে বের হচ্ছেন, তাঁরা চায়ের দোকানে চুলোর আগুনে হাত গরম রাখতে ভিড় করছেন।
এদিকে, শীতের সাথে পাল্লা দিয়ে হাসপাতালগুলোয় বেড়েছে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। এদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি।
পাবনায় আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) বেলা ১টা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। পারে সূর্যের দেখা মিললেও বিকেল থেকেই আবার নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ।
গুগল ওয়েদার ওয়েবসাইট বলছে, দিনে পাবনায় তাপমাত্রা ছিলো ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। রাতে এরিপোর্ট লেখার সময় (৯.৩০মি.) তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসে এসে দাঁড়িয়েছে, যা রাতে আরও কমতে পারে।
পাবনায় বুধবার (২৭ জানুয়ারি) তাপমাত্রা আরও কমতে পারে।
© All rights reserved 2021 ® newspabna.com