News Pabna
ঢাকাশুক্রবার , ৩ ডিসেম্বর ২০২১

পাবনায় কবি ওমর আলী’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন

News Pabna
ডিসেম্বর ৩, ২০২১ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

পাবনা প্রতিনিধি: বাংলা একাডেমি ও একুশে পদকপ্রাপ্ত কবি ওমর আলী’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাবনায় স্মরণ সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন হয়েছে।

শুক্রবার (০৩ ডিসেম্বর) বেলা ১১ টায় জেলা পরিষদের রশিদ হলে স্কুল অব ক্রিয়েটিভ আর্টস ও বাংলাদেশ কবিতা সংসদ পাবনা’র আয়োজনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট সাংবাদিক আব্দুল মতীন খান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকতা কাজী আতিয়ূর রহমান।
সম্মানিত অতিথি প্রাবন্ধিক ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ কামরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক আব্দুল মান্নান সরকার, ঔপন্যাসিক সাইদ হাসান দারা, স্কুল অব ক্রিয়েটিভ আর্ট’র সভাপতি দেওয়ান বাদল প্রমুখ।

অনুষ্ঠানে কবি ওমর আলী’র স্মৃতিচারণ আলোচ্য পাঠ ও কবিতা আবৃতি করেন অতিথিবৃন্দ ও কবিগণ।