শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০৭:০০ অপরাহ্ন
পাবনায় নজরুল জন্ম জয়ন্তী পালন
শহর প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার (২৫ মে) পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুন্সী মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু। পাবনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার মেহের নিগারের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শিক্ষাবিদ কামরুজ্জামান। আরো বক্তব্য রাখেন দৈনিক জোড়বাংলা পত্রিকার সম্পাদক আবদুল মতীন খান।
পরে পাবনা জেলা শিল্পকলা একাডেমি থেকে নজরুলসংগীত ও নজরুলের কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
© All rights reserved 2020 ® newspabna.com