সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ০৯:৪৪ অপরাহ্ন
পাবনায় ক্যালিকো কটন মিল শ্রমিকদের মানববন্ধন
শহর প্রতিনিধি: দীর্ঘদিনের বকেয়া থাকা প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, বেতনসহ সকল পাওনা পরিশোধের দাবিতে মানব বন্ধন করেছে পাবনা ক্যালিকো কটন মিলের শ্রমিক কর্মচারীরা।
জেলা সর্বদলীয় শ্রমিক সংগ্রাম পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। মঙ্গলবার (০২ আগষ্ট) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচি চলাকালে বক্তব্য দেন ফুরকান আলী, আব্দুল হাকিম মালিথা, আব্দুল গফুর, ওসমান গনি, ফিরোজ খান, শহিদুল শেখ সহ অনেকে।
এ সময় শ্রমিকরা বলেন, ক্যালিকো কটন মিল কর্তৃপক্ষ শ্রম আইন অমান্য করে লে-অফ ঘোষনার নোটিশ প্রদান না করে শ্রমিকদের বেতন বন্ধ করে দেয়।
বক্তারা শ্রমিক কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের নামে অগ্রনী ব্যাংক পাবনা শাখায় জমা থাকা ৭০ লাখ টাকা অতি দ্রুত শ্রমিকদের মাঝে বিতরণ করার দাবি জানান।
© All rights reserved 2020 ® newspabna.com