মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১, ০৮:২৪ পূর্বাহ্ন
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুর বাজার থেকে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
রবিবার (৩১ জানুয়ারি) বিকাল তিনটার দিকে জালালপুর বাজারে এক চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক মাদক ব্যবসায়ী হলো- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার পূর্ব ফুলমতি গ্রামের মো. আইয়ুব আলীর ছেলে আমিনুল ইসলাম (৩২)।
এ বিষয়ে পাবনা র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জালালপুর বাজারে চেকপোস্ট স্থাপন করে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি প্রাইভেটকারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলায় গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।
আটক যুবকের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা দায়ের করা হচ্ছে।
© All rights reserved 2021 ® newspabna.com