সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ০৪:২৯ অপরাহ্ন
বার্তাকক্ষ : এবারের রোজা ও ঈদে সরগরম পাবনার রাজনীতির মাঠ। পাবনা জেলার পাঁচটি আসনের মন্ত্রী-এমপিরা রোজায় অধিকাংশ সময় ব্যয় করেছেন নিজ নিজ নির্বাচনী এলাকায়।
দলীয় নেতাকর্মীদের সঙ্গে ইফতার মাহফিল এবং গরিব-দুস্থদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করেছেন।
পাবনা-১ (বেড়া-সাঁথিয়া) আসনের এমপি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু। রোজার মাসের অধিকাংশ সময় তিনি এলাকার বিভিন্ন ইউনিয়ন এবং উপজেলায় ইফতার পার্টির মাধ্যমে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
আসন্ন ঈদে তিনি তার নির্বাচনী এলাকা বেড়া উপজেলা বৃশালিকা গ্রামের বাড়িতে ঈদ পালন করবেন বলে জানা গেছে।
পাবনা-২ (বেড়া-সুজানগর) আসনের এমপি খন্দকার আজিজুল হক আরজু। রোজা শুরু হওয়ার পর থেকেই তিনি এলাকায় রয়েছেন। বাজেট অধিবেশনে যোগ দিয়েই আবার এলাকায় ফিরে আসেন তিনি।
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের এমপি আলহাজ মকবুল হোসেন। রমজানের শুরু থেকেই ৩ উপজেলায় সংগঠন গোছানোর কাজে ব্যস্ত রয়েছেন তিনি।
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু। আগে কম এলেও রোজা শুরুর পর থেকে কয়েকবার তিনি এলাকায় আসেন।
এবারের ঈদ উৎসব তিনি তার ঈশ্বরদীর আলীবর্দি রোডের বাড়িতে পালন করবেন বলে জানা গেছে।
পাবনা-৫ (সদর) আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স। ১৬ জুন পাবনার সহস্রাধিক মানুষের জন্য তিনি ইফতারির আয়োজন করেন।
© All rights reserved 2020 ® newspabna.com