আটঘরিয়া প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের পুস্তিগাছা বাজার থেকে পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন স্থান থেকে চাঁদাবাজির অভিযোগে ফারুক হোসেন মৃধা (৩৫) নামক এক ভুয়া পুলিশকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে আটঘরিয়া থানা পুলিশ।
সে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বাইনলা গ্রামের মৃধা বাড়ির নজীব উদ্দিনের ছেলে। তার শ্বশুর বাড়ি দেবোত্তর বাজারের অদূরে কর্ন্দপপুর গ্রামে।
আটঘরিয়া থানার এস আই মুদারছের আলি খান জানান, অনাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে পুস্তিগাছা বাজার থেকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার ১৩ জানুয়ারি রাত আটটার দিকে গ্রেফতার করা হয়। এএলাকাবাসী জানান, উক্ত ফারুক বিভিন্ন সময় নিজেকে কখনও ডিবি পুলিশ, থানার ওসি, গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নিত।
সস্প্রতি আটঘরিয়া বাজারের অদূরে কড়ইতলা নামক স্থানে একদন্ত বাজারের মুরগী ব্যবসায়ীর ৩০ হাজার টাকা পুলিশের পরিচয় দিয়ে ছিনতাই করেছিল কে বা কারা।