মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ০৭:৪৪ পূর্বাহ্ন
শহর প্রতিনিধি, পাবনা : সাবধানে চালাবেন গাড়ি, নিরাপদে ফিরবেন বাড়ি এই স্লোগান নিয়ে চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে দুইদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা প্রথম দিনের মত শেষ হয়েছে।
পাবনা বিআরটির আয়োজনে বুধবার (২৬ নভেম্বর) পাবনা জেলা পরিষদের রশিদ হলে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রশিক্ষণ নেয় ১ শতজন চালক।
প্রশিক্ষণের সময় বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিতকরণে বিভিন্ন বিষয় তুলে ধরেন। প্রশিক্ষণে বলা হয় একজন চালকের সবসময় সকলের থেকে জ্ঞান বুদ্ধি বিবেচনা বেশি হওয়া দরকার।
চালকের আসনে বসে প্রতিনিয়ত সে অনেক মানুষকে নিরাপদে পৌঁছে দেন তাই চালকে সবসময় সচেতন হতে হবে।
বক্তারা আরো বলেন, একজন চালককে গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলা যাবে না। রাস্তায় সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশী তাই যাতয়াতের সময় গতিসীমা মেনে চলতে হবে।
রাস্তায় আগে যাওয়ার প্রতিযোগিতা করা যাবেনা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিআরটি পাবনা সার্কেল সহকারী পরিচালক ইঞ্জি মোঃ আব্দুল হালিম, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম শহিদ, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান, বিআরটি মোটরযান পরিচালক মোঃ আমির হোসেন, মোটরযান পরিচালক মোঃতারিক হাসান প্রমুখ।
কর্মশালায় ১ শ জন চালককে ৩শ করে টাকা ও খাবার দেওয়া হয়।
© All rights reserved 2020 ® newspabna.com