মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১, ০১:৩১ অপরাহ্ন
ভাঙ্গুড়া প্রতিনিধি : পাবনার চাটমোহরে এক বাড়িতে একটি চিংড়ী মাছের গায়ের কালো দাগ নিয়ে নেট দুনিয়ায় রীতিমত হৈচৈ পরে গেছে।
এই চিংড়ী মাছ দেখতে ওই গ্রামে ভীড় করছেন হাজার হাজার মানুষ।
শুক্রবার (২২ জানুয়ারি) বিকালে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের উত্তর পাড়ার বাসিন্দা সহকারি শিক্ষক আব্দুর রব এর বাড়িতে এঘটনা ঘটে। তিনি ভাঙ্গুড়ার মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের সহকারি শিক্ষক।
এঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাজানি হলে তার বাড়িতে মাছটি এক নজর দেখতে ভীড় বাড়তে থাকে। মাছটি বর্তমানে তিনি তার ফ্রীজে সংরক্ষণ করে রেখেছেন বলে জানা গেছে।
কেউ বলছেন চিংড়ির গায়ের কালো দাগটি আরবীতে ‘আল্লাহ’ সাদৃশ্য দেখায়। আবার কেউ বলছেন অবশ্যই এটি আরবি কোন হরফ নয়, শুধুই একটি কালো দাগ।
আব্দুর রব জানান, তিনি শুক্রবার বিকালে মির্জাপুর বাজার থেকে ২০০ টাকায় প্রায় আধা কেজি চিংড়ী মাছ কিনে বাড়িতে যান।
পরে তার বড় বোন মাছ কাটার এক পর্যায়ে একটি চিংড়ী মাছের মাথার এক পাশে কালো দাগ দেখতে পান।
প্রথমে তিনি ভালো বুঝতে পারেননি। এরপর তার ভাই আব্দুর রবকে ডেকে ওই মাছের মাথার কালো দাগ দেখান।
আব্দুর রব তখন ভালোভাবে দেখে বুঝতে পারেন লেখাটি আরবী হরফে ‘আল্লাহ’ সাদৃশ্য লেখা। এ খবর ছড়িয়ে পড়লে মাছটিকে ঘিরে রীতিমত হৈচৈ শুরু করেছেন নেটিজেনরা।
© All rights reserved 2021 ® newspabna.com