মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ১১:৩৫ পূর্বাহ্ন
পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া উপজেলার চাকলা ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনের বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগে মামলা করেছেন তার স্ত্রী সায়মা খাতুন। গত শুক্রবার বেড়া থানায় তিনি এ মামলা করেন।
থানার ওসি শাহিদ মাহমুদ খান মামলাটি গ্রহণ করে পরবর্তী কার্যক্রমের জন্য আদালতে পাঠিয়েছেন।
এজাহারে সায়মা খাতুন উল্লেখ করেন, ১১ বছর আগে ফারুক চেয়ারম্যানের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সালমান মুনতাসির তাছিন (৮) এবং ফাতির আল হাসান (দেড় বছর) নামে দুই সন্তান আছে।
সায়মা অভিযোগ করেন, ফারুক প্রায়ই নেশা করে বাড়ি ফিরতেন। যৌতুক দাবির পরিপ্রেক্ষিতে এরই মধ্যে ১০-১২ লাখ টাকা দেওয়া হয়েছে। এর পরেও বাবার কাছ থেকে যৌতুকের টাকা আনার জন্য নানাভাবে চাপ দিতে থাকেন।
যৌতুক না পাওয়ায় তাকে প্রায়ই নির্যাতন করা হতো। এর মধ্যে তার অনুমতি ছাড়াই নাসিমা খাতুন নামের এক নারীকে বিয়ে করেন। এরপর থেকে নির্যাতনের মাত্রা আরও বাড়তে থাকে। তারই ধারাবাহিকতায় গত ২১ নভেম্বর ফারুক বেদম মারধর করে।
ওসি শাহিদ মাহমুদ খান বলেন, মামলাটি গ্রহণ করা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।
চাকলা ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন বলেন, বনিবনা না হওয়ায় মামলাটি করেছে স্ত্রী।
© All rights reserved 2020 ® newspabna.com