শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১, ১১:৩৭ অপরাহ্ন
বার্তা সংস্থা, পিপ, পাবনা : পাবনায় নিজ বাসার ছাদ থেকে পড়ে সাবেক রেফারী ও বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন বাবলু (৫০) নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৭টায় তিনি তার দোতলা বাসার ছাদ থেকে পড়ে যান। তাকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংশ্লিষ্ট সুত্র জানায়, পাবনা জেলা ফুটবল রেফারী এসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন বাবলু শহরের লাইব্রেরী বাজার এলাকার মরহুম তোফাজ্জল হোসেনের পুত্র এবং বিশিষ্ট ব্যবসায়ী মুকুলের ভাই।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য আত্বীয় স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন।
এদিন বাদ আছর আটুয়া ঈদগাহ মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়।
পাবনা সদর থানার ওসি নাছিম আহমেদ জানান, এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি। তবে মৃত্যুর রেকর্ড রাখা হয়েছে।
পাবনা জেলা ফুটবল রেফারী এসোসিয়েশনের সাধারন সম্পাদক ও ক্রীড়া সংগঠক কামিল হেসেন এবং যুগ্ম সম্পাদক খাইরুল্লাহীল শফি দিপু পাবনার ফুটবল মাঠের সদা হাস্যজ্জল প্রিয়মুখ আনোয়ার হোসেন বাবলুর অকাল মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
© All rights reserved 2020 ® newspabna.com