পাবনায় ছুরিকাঘাতে যুবক নিহত
শহর প্রতিনিধি : পাবনা শহরের বেলতলা সড়কে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক যুবক।
নিহত তন্ময় (২৪) বেলতলা রোড এলাকার জিয়াউল রিন্টুর ছেলে।
সোমবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে কয়েকজন যুবক বেলতলা মহল্লায় এসে তন্ময়সহ দুজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।
দুজনকে পাবনা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তন্ময়কে রাজশাহী মেডিকেল কলেজে পাঠান। রাজশাহী নেওয়ার পথে নাটোরে তার মৃত্যু ঘটে।
পাবনা সদর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, “কয়েকজন যুবক এসে দুই বন্ধু তন্ময় ও রানাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।”
রানা শহরের রাধানগর মহল্লার আব্দুল মজিদের ছেলে। তিনি পাবনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কারা, কেন এই হামলা করেছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি ওসি রাজ্জাক।